ফটিকছড়িতে দিনে-দুপুরে ফ্ল্যাট বাসার তালা ভেঙে চুরি


আব্দুল কাদের চৌধুরী

উপজেলা ফটিকছড়ির পৌর সদরে দিনে-দুপুরে ফ্ল্যাট বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোন সময় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনে আঞ্জুমানে মুনিরীয়া বারীয়া ভবনের ৩য় তলায় স্বাস্থ্য সহকারী নিলু আক্তারের ৩০৪ নাম্বার বাসায় এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে নিলু আক্তারের সাথে কথা বলে জানা যায়- তিনি ২জন বাচ্চাকে সকাল ৯টার দিকে স্কুলে পাঠিয়ে দিয়ে পরে সে চাকরির জন্য বাসায় তালা দিয়ে বেরিয়ে যায়। এরপর ১টার দিকে বাচ্চারা লাঞ্চ টাইমে বাসায় আসলে দেখতে পায় বাসার দরজার তালা ভাঙা এবং বাসার ভেতরের সবকিছু তছনছ করা। পরে দেখা যায় নিলু আক্তারের ৩ ভরি স্বর্ণ এবং ঘর খরচ ও বাচ্চাদের জন্য রাখা ৫০হাজার টাকা চোরেরা নিয়ে যায়।

এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থলে আসে। তিনি বলেন- বাসায় দারোয়ান আছে, চুর কিভাবে ঢুকলো জানতে চাইলে, দারোয়ান বলল তখন নাকি তিনি দোকানে গিয়েছিল।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর হোসেন বলেন- এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


Related posts

ঈদগাঁওয়ে ফিলিস্তিনি মুসলিমদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

Chatgarsangbad.net

হালদা নদীতে অভিযানে ৫ হাজার মিটার ঘেরাজাল জব্দ

Chatgarsangbad.net

বাংলাদেশ স্কাউটস সাতকানিয়ায় ৫ম স্কাউট সমাবেশ ও ৬ষ্ঠ কাব ক্যাম্পুরী সম্পন্ন

Shahidul Islam

Leave a Comment