প্রস্তুতি শেষ ভক্তদের অপেক্ষায় ওষখাইন দরবার শরীফ


আমজাদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি:

ওষখাইন আলী নগর দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ) পৌষ বিষু ও বার্ষিক ওরশ শরীফ আগামী ১২ই জানুয়ারি থেকে শুরু হয়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশাল এলাকা জুড়ে, প্যান্ডেল নির্মাণ, অজুখানা, খাবার মাঠ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মহিলাদের থাকার ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের জন্য বিভিন্ন মাঠ প্রস্তুত, বিভিন্ন ডিপার্টমেন্টে গেট নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

দেয়ালে দেয়ালে চলছে রঙের কাজ। আল্লামা আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ)পৌষ বিষু ও বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে দেশ-বিদেশের লাখ লাখ মানুষের আল্লাহ আকবর তাকবির ধ্বনি ও পদচারণায় মুখর হবে পুরো এলাকা জুড়ে। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। এ ছাড়া নিজস্ব স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন, দরবার শরীফে প্রবেশের বিভিন্ন রাস্তাঘাটে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। শত শত স্বেচ্ছাসেবকরা দিন রাত কাজ করে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে এবারের ওরশ শরীফে অন্য বছরের তুলনায় লোক সমাগম বেশি হবে।

শাহজাদা খাইরুল বশর ছিদ্দীকি (ফয়ছাল)জানান,ইতিমধ্যে দরবারের আশে পাশে বিশাল এলাকা জুড়ে, প্যান্ডেল নির্মাণ, অজুখানা, খাবার মাঠ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মহিলাদের থাকার ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের জন্য বিভিন্ন মাঠ প্রস্তুত, বিভিন্ন ডিপার্টমেন্টে গেট নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে।

রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী জানান,আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিনরাত আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। ওরশ শরীফে অন্য বছরের তুলনায় লোক সমাগম বেশি হবে।


Related posts

চন্দনাইশে শিল্পকলা একাডেমির শহিদ ও ভাষা দিবস পালন

Chatgarsangbad.net

চন্দনাইশে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ 

Chatgarsangbad.net

সন্দ্বীপে আবারও নৃশংস খুন: গলা টিপে হত্যা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment