আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রত্যাশী-সিমস্ প্রকল্পের নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: প্রত্যাশী-সিমস্ প্রকল্পের উদ্যোগে ১৬ জুন সোমবার চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ইস্যুতে চট্টগ্রাম জেলায় কর্মরত সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বয়ে তৃতীয় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং প্রত্যাশীর-সিমস প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনি (সূফি মনি)’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আসরিফা তানজীম, চট্টগ্রাম ওয়েলফেয়ার সেন্টারের সহকারি পরিচালক এনায়েত উল্লাহ, রাউজান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ্যামল বড়ুয়া, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি-চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট দিল আফরোজ প্রমুখ।

নিরাপদ অভিবাসন নিয়ে কার্যক্রম বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমুহকে একই প্লাটফর্মে নিয়ে আসার জন্য প্রত্যাশীকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালনকারী হিসেবে অভিবাসনকর্মীগণ আমাদের নিকট অতি সম্মানের। তিনি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি দক্ষতা অর্জন, চট্টগ্রামে প্রবাসীকল্যাণ ব্যাংক-এর শাখা বৃদ্ধি এবং অভিযোগকারী অভিবাসনকর্মীগণ যাতে ডকুমেন্ট ও প্রমানসমুহ সংরক্ষণে গুরুত্বারোপ করেন।

সভায় আলোচকবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের সেবাকার্যক্রম তুলে ধরেন এবং অভিবাসীকর্মীদের প্রতি তাদের দায়িত্বশীলতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় টিটিসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওয়েলফেয়ার সেন্টার, আইনজীবি, এনজিও, সাংবাদিক, রিক্রুটিং এজেন্সি, মাইগ্রেশন ফোরাম, ফেরত আসা অভিবাসীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর