পেকুয়া প্রতিনিধি >>> পেকুয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ২ব্যক্তি গরুতর আহত হয়েছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাযায়, পেকুয়া উপজেলার বারবাকিয়া বোধামাঝির ঘোনা এলাকার কবির আহমদের পুত্র মো.কাশেমের মালিকানাধীন জমি একই এলাকার শামশুল আলমের পুত্র আলী হাচানম মৃত নাজেম উদ্দিনের পুত্র মো.আরিফুল ইসলাম ও তার ভাই আনিচ, রাজা মিয়ার পুত্র মো.রাসেল, রাজামিয়া সহ ১০/১৫জন লোক জবর দখল করতে গেলে বাঁধা দিতে গেলে জবর দখলকারীদের হামলায় পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের বারবাকিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো.কাশেম ও তার ভাই মো.হোসেন গুরুতর আহত হয়। আহত স্বেচ্ছাসেবকদলের নেতা মো.কাশেম বলেন, বারবাকিয়া মৌজার বিএস ৭৩৪ নং খতিয়ানের ১০১০ ও ১০১১ দাগের জমি গুলো তার ক্রয়কৃত জমি। উক্ত জমি হামলাকারীরা পেশী শক্তির জোরে বিগত আওয়ামীলীগের সময়ে ক্ষমতার অপব্যবহার করে জবর দখল করেছিল। সম্প্রতি স্থানীয় শালিসের মাধ্যমে আমাকে জমির মালীকানা বৈধতা দিলে জবর দখলকারীরা এ্যাসিলেন্ড অফিসে মামলা করলে সরজমিনে তদন্তে গেলে কাগজপত্র ও দখল পর্যালোচনে করে চলে আসলে বিকাল ৩টার দিকে হামলাকারীরা নিজেদের মধ্যে বিরোধ মিমাংসার কথা উল্লেখ ঘটনাস্থালে আমাকে ও আমার ভাইকে ডেকে নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। আমরা বসতঘরে আত্মরক্ষার জন্যে ডুকে পড়লে হামলাকারীরা বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে আবারো হামলা করে লুটপাট করে নগদ টাকা ও স্বর্ণালংকার পর্যন্ত নিয়ে আসে। পুলিশের সেবাডেক্সে সহযোগীতা চাইলে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে আমাদের উদ্ধার করেন। তিনি আরো বলেন, কাগজ পত্রে জমির মালিকানা অবৈধ হলে আমি জমি নেবনা আগেও বলছি এখনো বলছি, অবৈধভাবে জমি জবর দখল করবে কোন আইনকানুন মানবেনা দিনদুপুরে জমির বিরোধ নিয়ে বসতঘরে হামলা লুটপাট করবে আমি এন্যাক্করজনক সন্ত্রাসী কর্মকান্ডের বিচার চাই। এব্যাপারে স্বেচ্ছাসেবক দল নেতা কাশেম বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন। স্থানীয় লোকজন বলেন এঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।