আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশ-বৈষম্যবিরোধী সংঘর্ষ নিয়ে পটিয়া থানায় তদন্ত কমিটি


ফারুকুর রহমান বিনজু ,পটিয়া: চট্টগ্রামের পটিয়া থানায় ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘটিত ঘটনা উদঘাটনে পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে।

তিন সদস্যর গঠিত কমিটিতে রয়েছেন চট্টগ্রাম রেন্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)জাবেদুর রহমান, পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি সন্জয় সরকার এবং পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড ম্যানেজমেন্ট)আকরামুল হোসেন, পিপিএম।

তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটি ৩রা জুলাই (বৃহস্পতিবার) পটিয়া থানায় অবস্থান করেন।এ সময়ে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করেন এবং পটিয়া থানার দায়িত্বরত কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করে উভয়ের মতামত গ্রহণ করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তালহা রহমান ও আশরাফুল আলম তৌকির তদন্ত কমিটিকে ১জুলাই ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন।তদন্ত কমিটির সদস্য পুলিশ সুপার আকরামুল হোসেন সাংবাদিকদের জানান, তদন্ত কার্যক্রম অব্যহত থাকবে। এ বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।

উল্লেখ যে,ছাত্ররা গত১লা জুলাই রাঙ্গামাটির এক ছাত্রলীগের নেতা ধরে এনে গ্রেপ্তার করতে বললে পুলিশ অনিহা প্রকাশ করেন। এ নিয়ে পুলিশ ও ছাত্রদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠি চার্জ করলে কয়েকজন ছাত্র আহত হয়। এরপরের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি(এনসিপি) ওসির অপসারণের দাবি নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবরোধ করে রাখে।অবশেষে আন্দোলনের মুখে দীর্ঘ ৮ঘন্টার পর ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে আর তার স্হলে দায়িত্ব পালন করবেন, চন্দনাইশ থানার ওসি (তদন্ত)যুযুৎ যশ চাকমা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর