পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে মাদ্রাসার সালনা জলসা ও দস্তারে ফযিলত সম্পন্ন


চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে আল- মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে সালনা জলসা ও দস্তারে ফযিলত সম্পন্ন হয়েছে।

২০ সেপ্টেম্বর (শনিবার) উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে রৌশনহাট ব্রিজ সংলগ্ন রফিক মেম্বারের মাঠে দিনব্যাপি আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আল- মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসা থেকে এবছর ১৪ জন ছাত্র দস্তারে ফজিলত প্রাপ্ত হয়েছেন। তাদেরকে সনদ ও পাগড়ি প্রদান করা হয়।

এতে প্রধান মেহমান ও আখেরী মুনাজাত পরিচালনা করেন চন্দনাইশ জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের পীর সাহেব সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ মমতাজি (মা.জি.আ.)।

মাহফিলের উদ্বোধক ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়নে সাবেক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম মেম্বার। প্রধান আলোচক ছিলেন পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস মাওলানা সাইফুদ্দিন খালেদ জোহাদী।

বিশেষ আলোচক ছিলেন মাওলানা নূরুল ইসলাম জোহাদী, মাওলানা আলী আহমদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবদুর রহমান পটুয়াখালী, মাওলানা আব্দুল কাদের, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, মোহাম্মদ লোকমান গনি বাবুল, মোঃ শাহাবুদ্দিন মিয়া, মোঃ কামাল মোস্তফা প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ জমির উদ্দিন, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম ফাহিম ও হাফেজ মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, মিলাদ, সিরাত নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করেন।


Related posts

‘প্রতিভাবান প্রান্তিক নারীদের কাছে সরকারী সুবিধা পৌঁছাতে হবে’

Chatgarsangbad.net

ওয়াজেদিয়া উত্তর সমাজ উন্নয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন

Chatgarsangbad.net

চন্দনাইশে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুনের উদ্যোগে ইফতার মাহফিল

Chatgarsangbad.net

Leave a Comment