পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ঝিলংজা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লিয়াকত আলী মেম্বার


আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, কক্সবাজার।।  দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিমের ঘরে ঘরে ফিরে এলো সাম্য ও সৌহার্দের বাণী নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন।মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর- উপলক্ষে কক্সবাজার জেলা সহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গরিব-অসহায়দের পরম বন্ধু, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও কারা নির্যাতিত নেতা লিয়াকত আলী মেম্বার। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।ধনী-গরীব, নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন। প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। তিনি আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন। ’ঈদুল ফিতর আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশা করেন তিনি।


Related posts

প্রধানমন্ত্রীর ইদ উপহার, চন্দনাইশে জমিসহ পাকা ঘর পাবে ৬৫ পরিবার

Chatgarsangbad.net

শপথ নিলেন কক্সবাজারের ৩ উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা

Chatgarsangbad.net

চট্টগ্রামে ছেলের বিরুদ্ধে বয়োবৃদ্ধ বাবার মামলা

Chatgarsangbad.net

Leave a Comment