পতেঙ্গা থানা ও ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও প্রতিনিধি সভা


নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পতেঙ্গা থানা ও ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মশালা ও প্রতিনিধি সভা ১৫ মার্চ বিকাল ৩ টায় বি কে কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুহাম্মাদ ইলিয়াছ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফিউল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বয়াক শওকত খাজা,নগর সদস্য হাজী মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডাঃ নুরুল আবছার,সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন, সাবেক কমিশনার মোঃ ইসমাইল, মো.রফিক,আতিকুর রহমান, সাবেক বিএনপি নেতা মো. সোলাইমান,নাজমুল হুদা চৌধুরী নাজিম।

এসময় আরও উপস্থিত ছিলেন, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল ও তাঁতিদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


Related posts

জিয়া মঞ্চ পতেঙ্গা থানা আহ্বায়ক কমিটির আলোচনা সভা

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ ও মতবিনিময় সভা

Chatgarsangbad.net

আওয়ামীলীগ নেতার নেতৃত্বে পেকুয়ায় লবণ ব্যবসায়ীর উপর হামলা, আহত ২

Chatgarsangbad.net

Leave a Comment