পতেঙ্গায় পূজা মণ্ডপে সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলমের উপহার বিতরণ


নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ নিয়ে আমাদের বসবাস।

সম্প্রীতির বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সম্প্রীতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় পতেঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপে বাংলাদেশ জামাত ইসলাম ৪০ নম্বর প্রসাশনিক ওয়ার্ডের সেক্রেটারি মো. বেলালের পরিচালনায় বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর পতেঙ্গা ৪০ নম্বর প্রসাশনিক ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামের আমির ও কাউন্সিলর প্রার্থী মোঃ ইউসুফ, ৪০ নম্বর দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মোঃ নুরুল আলম, সেক্রেটারি জয়নাল আবদিন। ৪০ নম্বর পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন,।৪০ নম্বর উত্তর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি সৈয়দ হামিদুল ইসলাম,
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল,পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীলসহ কাটগড় কালী মন্দির পূজা কমিটি ও ছড়িহালদা পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

পতেঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বস্ত্র বিতরণকালে বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম সনাতন ধর্মাবলম্বী কাছে আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বলেন,সমাজ থেকে দূর্নীতি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসবাদ নির্মুলসহ বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসতে হবে।


Related posts

জাতীয় সংসদের হুইপ কমলকে কক্সবাজারে গণসংবর্ধনা

Chatgarsangbad.net

চন্দনাইশের বরমায় আনন্দোৎসবে রথযাত্রা সম্পন্ন

Chatgarsangbad.net

শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

Chatgarsangbad.net

Leave a Comment