পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সাথে বাগীশিক উত্তর জেলা সংসদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


গত ৭ জানুয়ারি ২০২২ নগরীর বাগীশিক উত্তর জেলা সংসদের অস্থায়ী কার্যালয়ে পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সাথে বাগীশিক উত্তর সংসদের নবনির্বাচিত সভাপতি শুভাশিষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি গৌরাঙ্গ প্রসাদ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মাষ্টার শিবু কুমার দাশ, সহ-সভাপতি বিপ্লব পাল চৌধুরী, শুভাষ চক্রবর্তী, পিংকু চন্দ্র নাথ, নিকু কুমার শীল, সুজন চক্রবর্তী, অঞ্জন দত্ত, উজ্জ্বল ভৌমিক, পরিমল চন্দ্র দাশ। এসময় বাগীশিকের ভবিষ্যৎ পরিকল্পনা ও আসন্ন গীতা পরীক্ষা নিয়ে বিশদ আলোচনা করা হয়। এসময় সূর্যগিরি আশ্রম শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, পন্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সংগীতা শীল, অর্চ্চনা রাণী আচার্য, মাস্টার কৃষ্ণাকলি আচার্য, তুর্ণা আচার্য, শিবু ভট্টাচার্য প্রমূখ। মতবিনিময় শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।


Related posts

চন্দনাইশে জনসংখ্যা দিবস পালিত

Mohammad Mustafa Kamal Nejami

পরিবেশবান্ধব প্রযুক্তিতে জ্বালানী শক্তি ব্যবহারে ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি চসিকের

Chatgarsangbad.net

বোয়ালখালী আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment