ফারুকুর রহমান বিনজু, পটিয়া: চট্রগ্রামের পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলম দিদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিবি ইউনিট গোপন সূত্রে খবর পেয়ে ১৫ই জুলাই মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা রাজধানীর রামপুরাস্হ মেরাদিয়ার হাট হতে তাকে গ্রেফতার করে।
পটিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা দিদারুল ইসলাম দিদারের বিরুদ্ধে ৪ই জুলাই পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জমিরিয়া মাদ্রাসার ছাত্র, জামাত ও শ্রমিকদল তার বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করেন।
ডিএমপির একটি সুত্রে জানা যায় সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয় ।দিদারুল ইসলাম দিদার ছিলেন একজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাসিরের ব্যবসায়িক পার্টনার ও ঘনিষ্ঠজন সহযোগী হিসেবে সবার কাছে পরিচিত।
পটিয়া উপজেলার তৃতীয় ধাপের গত বছরের অনুস্টিত ২৯মে ২০২৪ সালে উপজেলা পরিষদ নিবাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দী হারুনর রশীদকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য ও সর্বশেষ চট্টগ্রাম মহানগর যুবলীগের দায়িত্বে ছিলেন। তার পিতার নামে গড়া বীর মুক্তিযোদ্ধা চাচা আবদুল খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সে পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেকের সন্তান।
পটিয়া থানার ইনর্চাজ মোঃ নুরুজ্জামান বলেন,আমরা এখনও অফিসিয়াল কোন সংবাদ পাইনি। যদি অফিসিয়াল সংবাদ পাই তা তদন্ত করে তার মামলার বিষয় ও বিস্তারিত জানানো হবে।