আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ার কর্মরত ব্যাংককর্মীদের চাকুরীচ্যুত করার প্রতিবাদে অবস্থান কর্মসুচি


ফারুকুর রহমান বিনজু, পটিয়া:চট্টগ্রামের পটিয়া উপজেলার দেশের প্রতিটি জেলা উপজেলায় কর্মরত ব্যাংককর্মীদের বিনা অজুহাতে চাকুরীচ্যুত করার প্রতিবাদে প্রেসক্লাবের সম্মুখে ৫ই জুলাই শনিবার বিকালে এক অবস্থান কর্মসুচি পালিত হয়।

পটিয়ার কৃতি সন্তান কানাডার প্রবাসী সাংবাদিক ও পটিয়া সচেতন নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক মফিজুল ইসলাম চৌধুরী বাবলুর আহবানে এই কর্মসুচি পালিত হয়।

প্রধান অতিথি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, পটিয়ার মানুষ ব্যাংকিং খাতে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছে।অথচ একের পর এক তাদের ছাটাই করে স্হানীয় স্বার্থ উপেক্ষা করা হচ্ছে।এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

প্রতিবাদ ও অবস্থান কর্মসুচিতে আরো বক্তব্য রাখেন, সংগঠক আখতার হোসেন,ইফতেখার উদ্দিন মুনির, নিজামুল করিম সুজন, সংগঠক এডভোকেট উসমানী, মাহমুদুল্লাহ,ডা,এমদাদ, জমির উদ্দিন,সাইফুদ্দিন, নাদিম,আমিনুল হক,মোজ্জামেল হক,আরিফ হোসেন, আলিম,সাজ্জাদ, আজাদ রানা,জয়নাল আবেদীন,ও তকির উদ্দিন। এসময়ে চাকুরীচ্যুত ব্যাংককর্মীদের মধ্যে বক্তব্য দেন শারমিন আক্তার, সরোয়ার ইসলাম, আরিফুল ইসলাম ও আজগর।

বক্তরা বলেন,একের পর এক দেশের বিভিন্ন জায়গায় কর্মরত পটিয়ার ছেলেদের বিনাঅজুহাতে বিনানোটিশে চাকুরীচুত্য করতে থাকে। কোন প্রভাবশালী মহলের চাপে চাকুরীচ্যুত করা হচ্ছে। ফলে চাকুরীচ্যুত কর্মীদের পরিবার এক অজানা হুমকির সম্মুখীন, তেমনি স্হানীয় মেধাবীরা চাকুরী থেকে বঞ্চিত হয়ে বেকারত্ব জীবন যাপন করবে।অতিসত্বর চাকুরীচ্যুতদের চাকুরী ফিরিয়ে দিয়ে এবং মেধাবী বেকারত্বদের চাকুরী দিয়ে বেকারত্বের অবসান ঘটিনোর দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর