আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা


নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাঈদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে বিদ্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বিওসি রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান শিক্ষক শ্যামল দে সিএনজি অটোরিকশায় করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা মুখোশপরা ৬–৭ জন সন্ত্রাসী অটোরিকশার পথরোধ করে তাঁকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় তাঁর সঙ্গে থাকা দুই শিক্ষক তানিয়া ইয়াসমিন ও প্রান্ত বড়ুয়া এলাকার লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে বিদ্যালয়ে নিয়ে আসেন। পরে তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পটিয়া থানা পুলিশ বিদ্যালয়ে অবস্থান নেয়।

আহত প্রধান শিক্ষক শ্যামল দে সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয়ের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে এলাকার একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এর আগেও আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে আমি পটিয়া থানায় দুটি সাধারণ ডায়েরিও করেছি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার বিষয়টি আমি অবগত হয়েছি। ইতোমধ্যে পুলিশ ও সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। এর আগেও ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছিলেন। সেই জিডির প্রেক্ষিতেই নিয়মিত মামলা হবে। হামলাকারীদের সনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর