ফারুকুর রহমান বিনজু ,পটিয়া: চট্টগ্রামের পটিয়া উপজেলার বিসিক শিল্প নগরীতে নীট এঙপো গার্মেন্টস কারখানার প্রায় শতাধিক পোষাক শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি গত দু"মাস ধরে বেতন পরিশোধ না করে হয়রানি করছে। এতে পরিবার, পরিজন নিয়ে তারা চরম সংকটে রয়েছে। মাসের পর মাস শ্রম দিয়েও নির্দিষ্ট মজুরি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রমিকরা কারখানা ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। শ্রমিকদের স্লোগানে বলেন, ‘বেতন চাই, ন্যায্য হিসাব চাই, পরিবার নিয়ে বাঁচতে চাই।
শ্রমিক ইয়াসিন হোসেন বলেন, আমরা দিনের পর দিন পরিশ্রম করে মাস শেষে বেতন না পেয়ে বাড়ি ফিরতে হয় খালি হাতে। ঘামে অর্জিত ন্যায্য চাই। এ ঘটনার খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান ও এ এসপি (পটিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম ও পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্হলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে উত্তেজনা নিয়ন্ত্রণে আনেন।
পুলিশের মধ্যস্থতায় মালিক পক্ষের সাথে আলোচনার করার পরে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আগামী ৩০ জুলাই সকলের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ আশ্বস্ত করেন। এ আশ্বস্তে শ্রমিকরা আন্দোলন থেকে সরে দাঁড়ান। তবে বিক্ষুব্ধশ্রমিকরা জানান, মালিক পক্ষ আগামী ৩০ জুলাই বকেয়া বেতন পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনে ঘোষণা দেন শ্রমিকরা।