আজ ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় প্রেমের দ্বন্দ্বে কলেজ ছাত্র ছুরিকাহত


ফারুকুর রহমান বিনজু, পটিয়া: পটিয়ায় বন্ধুর প্রেমের দ্বন্দ্বের ঘটনা মিমাংসা করতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়ে কলেজ ছাত্র মোবাশ্বের (১৮)চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুজানা নামের এক মেয়ের সঙ্গে প্রেমঘটিত ব্যাপার নিয়ে তানজিম ও ইজাজের মধ্যে দীর্ঘ ধরে বিরোধ চলছিল।ইজাজের বন্ধু হল মোবাশ্বের।

বন্ধুর স্বার্থে তা সমাধান করতে তারা সকলেই একত্রিত হয় গতকাল শনিবার রাত ৮টায় পটিয়া স্কুলের মাঠে।তর্কাতর্কীর এক পর্যায়ে মোবাশ্বেরকে ছুরিকাঘাত করে।স্হানীয়রা মোবাশ্বেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছুরিকাঘাতের অভিযোগে তানজিম ও ইকবালকে ধরে স্হানীয়রা পটিয়া থানায় সোর্পাদ্দ করে।পটিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি তালহা রহমান বলেন জুলাই আগষ্ট এর আন্দোলনের সময় মোবাশ্বের সামনের সারিতে ছিলেন।

তাকে ছাত্রলীগের কর্মীরা মেরেছেন।ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাত ৮টায় পটিয়া থানায় বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা।ঘটনার সত্যায়িতা স্বীকার করে পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক আসাদুর রহমান বলেন ছুরিকাহতের ঘটনায় দুজনকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্ররা।মোবাশ্বের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কামাল মেম্বারের পুত্র ও এস আলম স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর