Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

পটিয়ায় ছুরিকাঘাতে চাচার হাতে ভাতিজা খুন


অনলাইন ডেস্ক

পটিয়ায় ছুরিকাঘাতে চাচার হাতে খুন হয়েছেন ভাতিজা মো. রাসেল (২৩)। শনিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক।

তার দেড় বছর ও চার মাস বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। অভিযুক্ত জালাল উদ্দিনের (৪৫) বাবার নাম রাজা মিয়া।

রাসেলের আরেক চাচা নাছির মিয়া বলেন, ছোটবেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালন-পালন করেন। জালাল উদ্দিন চট্টগ্রামে ভাড়া বাসায় থাকেন। রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান, তার একটি তোশক ভাতিজা ব্যবহার করছে। এ নিয়ে চাচার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা রাসেলকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. লিটন চৌধুরী বলেন, রাত সাড়ে ১১টার পর গলার ডান পাশে কাটা অবস্থায় রাসেল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, অভিযুক্ত জালাল উদ্দিনকে আটকের জন্য অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


Related posts

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের ঈদ পুণর্মিলনী ও সংবর্ধনা

Chatgarsangbad.net

আজ সন্ধ্যায় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

Chatgarsangbad.net

চন্দনাইশ দোহাজারীতে প্রীতি সমাবেশে বক্তারা- সুন্নীরা ইসলাম ও দেশের অতন্দ্র প্রহরী

Saddam Hossain

Leave a Comment