ফারুকুর রহমান বিনজু, পটিয়া: পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচি শুরু করেন দলটি। পটিয়ায় বিএনপির রাজনীতিতে দুটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোঃ ইদ্রিস মিয়া (ইদ্রিস গ্রুপ) আরেকটি গ্রুপের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক (এনাম গ্রুপ)।
গত ১১ জুন (বুধবার) বিকাল ৪টায় উক্ত কর্মসুচির ঘোষণা দেন উভয়ে ডাক বাংলোস্হ বিএনপির দলীয় কার্য্যলয়ে। দীর্ঘদিন ধরে দলীয় কার্য্যলয়টি দখলে আছে এনাম গ্রুপের কাছে। হঠাৎ ইদ্রিস মিয়া দলীয় কার্য্যলয়ে কর্মসুচির ভেন্যু প্রকাশ করায় এনাম গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
এতে এনাম গ্রুপের কর্মীরা লাঠি সোটা নিয়ে দলীয় কার্য্যলয় পাহারা দিলে ইদ্রিস মিয়া ভেন্যু পরিবর্তন করে বায়তুশ শরফ কমপ্লেক্সে কর্মসুচি পালন করেন। কর্মসুচি পালন করতে গিয়ে ইদ্রিস মিয়া এনামকে ঘিরে বলেন, হল টুডে উত্তম মধ্যেম দেয়া হয়েছে,তারা চাঁদাবাজ,তারা বেরাইজ্যা, বেশ্যা, তারা আওয়ামী লীগের দোসর, দলীয় অফিস প্রশাসনের অনুরোধে দখল করেনি, তাদের বিরুদ্বে তালিকা তৈরী হচ্ছে। বক্তব্য শুনে এনাম গ্রুপে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গত ১২ ও ১৩ জুন এনাম গ্রুপের সকল দলীয় নেতাকর্মীরা পটিয়া পৌরসদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এতে তারা ইদ্রিস মিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রাখার অভিযোগ আনেন।ইদ্রিচ মিয়াকে উদ্দেশ্য করে এনামুল হক এনাম বলেন, একই জায়গায় কর্মসুচি দিয়ে তিনিই উত্তেজনা সৃষ্টি করেন। ইদ্রিচ মিয়া যতক্ষণ তার কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করবেন না ততক্ষণ পর্যন্ত আন্দোলন কর্মসুচি চলবে। বক্তব্য দিতে গিয়ে নেতারা বলেন, সে চরিত্রহীন দানব, দঃজেলা আহবায়ক পদ হতে বিতাড়িত করা হোক, তার বাড়ির পাশে জাইল্যা ও ডোম পাড়া তাই তার ভাষা এরকম, ৫ই জুলাই যখন অফিস ভাংগে তখন এরা কোথায়? এই ১৭ বছর এরা কোথায় ছিল? পটিয়ার রাজপথ একমাত্র এনাম ভাই ছিল। এসময়ে শ্লোগানে প্রকম্পিত আমি কে,তুমি কে এনাম ভাই এনাম ভাই।