বাছাইকৃত খবরবাংলাদেশ

ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

তারিক সাইফ মামুন

রাজধানীর সূত্রাপুরে যাকে গুলি করে হত্যা করা হয়েছে, তার পরিচয় মিলেছে। তিনি ‘শীর্ষ সন্ত্রাসী মামুন’। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে মামুনের বুকে গুলি করে অজ্ঞাত কিছু ব্যক্তি। এতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) আহসান উদ্দিন সামি বলেন, ‘নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। যারা গুলি চালিয়েছে আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে মামুনের পরিচয় শনাক্ত করেন।

তিনি বলেন, ‘নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। ব্যবসায়ী তিনি। এর আগে গাজীপুরে আমাদের পরিচয় হয়েছিল।’

নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, মামুনের বাবার নাম এসএম ইকবাল। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আজ সকাল ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে একজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা।

তিনি আরও জানান, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আরেক প্রত্যক্ষদর্শী রাকিব হাসান জানান, ‘একটি গাড়ি থেকে নামছিলেন তিনি। দেখেছি, দামি মোবাইল ছিল তার হাতে। হঠাৎ দুজন ব্যক্তি গুলি শুরু করে। আশপাশে পুলিশ ও নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে যায়।’

ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তারা বলছেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ


Related posts

চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দিলো কেজিডিসিএল

Chatgarsangbad.net

ফরিদপুরে সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

Chatgarsangbad.net

মাইজখার ইউনিয়নে টিসিবি’র ভোগ্যপণ্য বিতরণে অনিয়ম এর অভিযোগ।

Md Maruf

Leave a Comment