
আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন আনোয়ারা–কর্ণফুলী (চট্টগ্রাম–১৩) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও জামায়াত নেতা প্রফেসর মাহমুদুল হাসান চৌধুরী।
গণসংযোগে প্রফেসর মাহমুদুল হাসান চৌধুরী বলেন, “নির্বাচনে জনগণের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ, আগামী জাতীয় নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে এবং চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে।”
তিনি আরও বলেন, “আমরা জনগণের রাজনীতি করি। উন্নয়ন, শিক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পরৈকোড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবদুর রশীদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মামুনুর রশীদ, কামাল উদ্দীন, পরৈকোড়া ইউনিয়নের ছাত্রশিবির সভাপতি মুহাম্মাদ ওয়াহেদ ও মুহাম্মদ ইউসুফসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা, ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই জামায়াতের মূল লক্ষ্য।
গণসংযোগ চলাকালে স্থানীয় জনসাধারণ, শ্রমজীবী ও ব্যবসায়ীরা জানান— আগামী দিনে তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা দেখতে চান।
কর্মসূচির শেষে প্রফেসর মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে মাঠপর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
Leave a Reply