আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে সরকার অনৈতিক চাপ দিলে চেয়ারে থাকব না: সিইসি


নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ আসলে চেয়ারে থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘যেদিন সরকার চাইবে তার মতো কাজ করতে, আমাকে এই চেয়ারে দেখবেন না। সেই গ্যারান্টি আমি দিতে পারি।’

আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতিবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

সিইসি বলেন, ‘এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না। আমরা আইন অনুযায়ী নিউট্রালি কাজ করতে চাই। আমাদের এখন আগের মতো কোনো সমস্যা নাই। সরকারেরও অনৈতিক কোনো চাওয়া নেই। যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না।’

তিনি বলেন, ‘বিগত নির্বাচনে অনিয়ম করেছিল, সেসব নির্বাচন কর্মকর্তাদের রাখা হবে না। জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে নির্বাচনের দায়িত্বে ছিল, তাদের পদায়নের চিন্তা নেই। তবে নির্বাচন কমিশনের অধীনে ৫ হাজার ৭শ কর্মকর্তা রয়েছে। তারা আগেও দায়িত্ব পালন করেছেন। এদেরকে কোথায় পাঠাব? তবে আগে যারা স্বপ্রণোদিত হয়ে কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নির্বাচন হবে কি, হবে না- এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর যেতে চান না বলেও জানান এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ হয়ে গেছে। ভোটের জন্য কেনাকাটা এগিয়ে চলছে। সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করেছি। আগামী রবিবার থেকে নির্বাচনী সীমানার শুনানি শুরু হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত শুনানি চলবে।’

সিইসি বলেন, ‘স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি। সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি।’

ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর, তাদের স্বপ্নভঙ্গ হবে। যারা অস্ত্র বাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। আমরা কঠোর অবস্থানে থাকব। ভোট কেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর