নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত


আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট বা ক্রীড়াবিদ।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (৩১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

বার্তাসংস্থাটি জানিয়েছে, শনিবার কুরা এলাকায় একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব (ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল) থেকে ফিরছিলেন তারা। বাসটিতে থাকা ৩৫ জন আরোহীর বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা।

দুর্ঘটনার পর পর সাবেক নাইজেরিয়ান ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার গভীর শোক প্রকাশ করেছেন। এক এক্সবার্তায় তিনি বলেন, ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত। এই ক্রীড়াবিদরা আমাদের জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি—দক্ষ, প্রতিশ্রুতিশীল এবং ভবিষ্যতের সম্ভাবনায় ভরপুর ছিলেন।

 


Related posts

আনোয়ারায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের, যুবক আহত

Chatgarsangbad.net

লোহাগাড়ায় বাসের চাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর

Mohammad Mustafa Kamal Nejami

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

Chatgarsangbad.net

Leave a Comment