আজ ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে ইমাম-মুয়াজ্জিনদের জেলা পরিষদ কতৃক বরাদ্দকৃত অর্থ বিতরণ


আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) বান্দরবান, প্রতিনিধি >>> বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে মসজিদ ভিত্তিক ইমাম-মুয়াজ্জিনদের জেলা পরিষদ কতৃক বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে।শনিবার (২৯ মার্চ) বেলা ১১ টায় নাইক্ষ্যংছড়ি ইসলামী ফাউন্ডেশন’র সম্মেলন কক্ষে মসজিদ ভিত্তিক ইমাম-মুয়াজ্জিনদের এ অর্থ বিতরণ করা হয়।উক্ত অর্থ বিতরণ অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ’র সদস্য ও বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। এসময়, ২ শত ৫ জন ইমাম-মুয়াজ্জিনকে ৯ হাজার টাকা করে মোট ১৮ লক্ষ ৪৫ হাজার ঈদ বোনাস বিতরণ করা হয়।এসময়, প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদ’র সদস্য এডভোকেট আবুল কালাম বলেন, মসজিদের ইমামরা আমাদের নেতা তাই এদের অবহেলা করার সুযোগ নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার ইমাম-মুয়াজ্জিনদের মানোন্নয়নে কাজ করছে। ক্ষমতার পট পরিবর্তনের আগে ইমাম-মুয়াজ্জিনদের অবহেলার দৃষ্টিতে দেখা হত কিন্তু এখন এসব বৈষম্য ধীরে ধীরে দূরীভূত হচ্ছে।এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাশরুরুল হক, উপজেলা জামায়াত’র সভাপতি ওমর ফারুখ সিরাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা-সভাপতি মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষংছড়ি ইসলামী ফাউন্ডেশন’র সুপারভাইজার মাওলানা মোজাম্মেল হক, বান্দরবান জেলা ওলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুতাহেরুল হক, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু নাসের, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাহমুদুল হক বাহাদুর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর