নগরীতে কেসিসির উদ্যোগে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম পরিচালিত


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

নগরীতে খুলনা সিটি করপোরেশন ( কেসিসি) উদ্যোগে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্নার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সড়কের উপর মালামাল রেখে ব্যাবসা পরিচালনার অপরাধে ডাকবাংলা এলাকার প্লাস্টিক সামগ্রী ব্যবসায়ী মো: শামীমকে ৫ হাজার টাকা,এশিয়া স্টিলের সত্তাধীকারী মো: তৌফিককে ৩ হাজার টাকা,মেসার্স আফনান স্টোরের সত্তাধীকারী মো: বায়েজিদ হোসেনকে ৫ হাজার টাকা, নিউ মুন্না ফার্নিচারের সত্তাধারীকারী মো: সাফায়েত হোসেনকে ৫ হাজার টাকা, সড়কের ওপর চুলা রাখার অপরাধে জিলাপি ব্যবসায়ী মো: সজিব ও মান্নাকে ২ হাজার টাকা করে ৪ টাকা এবং দেবেন বাবু রোডেস্থ মেসার্স মিম এন্টারপ্রাইজ এর সত্তাধীকারী মো: আব্দুল্লাহ আল মাসুদকে সড়কের ওপর পাইপ ও পাম্প রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক নগদ অর্থ আদায় করা হয়।এছাড়া জন ও যান চলাচলের সুবিধার্থে ডাকবাংলা মোড়স্থ ফেরিঘাট মোড় হয়ে পাওয়ার হাউজ মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন সহ কেএমপির পুলিশ সদস্যগন অভিযানে অংশ গ্রহণ করেন। জনসার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


Related posts

চট্টগ্রামে চিকিৎসকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আল্টিমেটাম

Chatgarsangbad.net

পলোগ্রাউন্ডে শুরু হচ্ছে নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলা

Chatgarsangbad.net

ট্রেডিশনাল এবং নন ট্রেডিশনাল থ্রেট মোকাবেলা করুন: প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment