রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার ধামাইরহাট বাজারে সিএনজি স্টেশনের জায়গায় দোকান স্থাপনের অভিযোগ তুলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন রাজানগর অটোরিকশা চালক সমবায় সমিতির সদস্যরা। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে মরিয়মনগর চৌমুহনী টু গাবতল ডিসি সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে ওই সড়কে সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়। তবে সিএনজি ছাড়া অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। এসময় টানটান উত্তেজনা সৃষ্টি হলে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
রাজানগর অটোরিকশা চালক সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ হোসেন বলেন, “দীর্ঘ ৪০ বছর ধরে এই স্থানে সিএনজি স্টেশন রয়েছে। কিন্তু বাজার ইজারাদাররা একাধিক অস্থায়ী দোকান স্থাপন করে স্টেশন দখলের চেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিএনজি চলাচল বন্ধ রাখা হয়েছে এবং আমরা বিক্ষোভ মিছিল করেছি।
অন্যদিকে ধামাইরহাট বাজারের ইজারাদার রবি তালুকদার এ অভিযোগ অস্বীকার করে বলেন, “বাজার পুনঃসংস্কারের আগে স্থানটি খালি ছিল। ইজারা নেওয়ার আগ পর্যন্ত অস্থায়ীভাবে সিএনজি রাখার সুযোগ দিয়েছিলাম মাত্র। এখন বাজারের প্রয়োজন অনুযায়ী দোকান স্থাপন করলে তারা বাধা দিচ্ছে এবং জায়গাটি নিজেদের দাবি করছে।”
স্থানীয় সচেতন নাগরিকরা জানান, মরিয়মনগর চৌমুহনী টু গাবতল ডিসি সড়কটি অত্যন্ত সরু। তার ওপর বাজারের সামনে সিএনজি স্টেশন ও অস্থায়ী দোকান থাকায় প্রায়ই যানজট সৃষ্টি হয়। তাই সড়কটিকে যানজটমুক্ত রাখতে এসব স্থাপনা উপযুক্ত স্থানে স্থানান্তরের দাবি তাদের।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান— আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি। ঢাকা থেকে ফিরে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা থাকলেও প্রশাসন দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।