বাছাইকৃত খবরবাংলাদেশ

দেশজুড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রা


নিউজ ডেস্ক: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী পাঁচ দিনের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। আজ রাত থেকে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

পরবর্তী চার দিনেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। প্রতিদিন ভোরে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন থেকে ১০ নভেম্বর রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে।

চতুর্থ দিন ১১ নভেম্বর রাতের তাপমাত্রা আবারও কিছুটা নামতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পঞ্চম দিনেও একই ধারা বজায় থাকবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ের শেষে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।


Related posts

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধঃ উপদেষ্টা ফরিদা আখতার

Chatgarsangbad.net

চট্টগ্রাম ১৫ টি উপজেলার মধ্যে স্মার্ট ভূমি সেবায় এগিয়ে সীতাকুণ্ড

Md Maruf

বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো চবি এলামনাই এসোসিয়েশনের সম্মেলন

Chatgarsangbad.net

Leave a Comment