নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ৩৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ হালিশহর এলাকায় দুইদিন ধরে পানি না পাওয়ায় ভোগান্তি পড়েছেন গ্রাহকরা। তবে ওয়াসা সংশ্লিষ্টরা বলছেন, উঁচু জায়গায় হওয়ায় গ্রাহকরা পানি পেতে সমস্যায় পড়েন।
তাই রেশনিং করে পানি দেওয়া হয়। দক্ষিণ হালিশহর এলাকার আলিশা মাজার এলাকার বাসিন্দা তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত দুইদিন ধরে পানি নেই।
পানি না থাকায় ঘরের কোনো কাজই করা যাচ্ছে না। কোনো রকম পূর্ব নির্দেশনা ছাড়া পানি বন্ধ করে দেওয়ায় আমরা সমস্যায় পড়েছি।
চট্টগ্রাম ওয়াসার মড-১ এর নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন জানান, দক্ষিণ হালিশহর এলাকায় পানির সমস্যা থাকে বেশিরভাগ সময়। সেজন্য সপ্তাহে চারদিন রেশনিং করে পানি দেওয়া হয়। শিডিউল অনুযায়ী সর্বশেষ বৃহস্পতিবার ওই এলাকায় পানি দেওয়া হয়েছে। দুইদিন পর রোববার (১৭ আগস্ট) আবারও পানি দেওয়া হচ্ছে। যেহেতু ওই এলাকা শহর থেকে একটু দূরে, তাই সেখানে পানির প্রেশার কম পাওয়া যায়। ফলে গ্রাহকরা পানি পেতে সমস্যায় পড়েন।
বর্তমানে চট্টগ্রামে পানির চাহিদা ৫৬ কোটি লিটার। কিন্তু ওয়াসার উৎপাদন সক্ষমতা দৈনিক ৫০ কোটি লিটার। চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। নগরের প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়।
হালদা ও কর্ণফুলী নদী থেকে আসে ৯২ শতাংশ পানি ও গভীর নলকূপ থেকে পাওয়া যায় ৮ শতাংশ পানি। বর্তমানে আবাসিক বাসার গ্রাহকেরা এক হাজার লিটার পানি ১৮ টাকায় পাচ্ছেন। বাণিজ্যিক বা অনাবাসিক গ্রাহকরা একই পরিমাণ পানির জন্য ওয়াসাকে দিচ্ছেন ৩৭ টাকা।