আজ ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


রাঙ্গুনিয়াসংবাদদাতাঃ চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন ৯নং শিলক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফকিরাঘাটস্থ জ্বালাকুমারী মাতৃমন্দিরের পেছনের পশ্চিম পাশের তিন রাস্তার মোড়ে ইটের সলিং রাস্তায় অবস্থানরত অবস্থায় মোঃ বেলাল (৩০) নামে এক যুবককে আটক করা হয়।

তল্লাশীকালে তার হেফাজত থেকে ৭৭৫ (সাতশত পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত বেলাল দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার ৮নং সরফাভাটা ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৃত আমির হোসেন ও মৃত মঞ্জুরা খাতুনের ছেলে।
অভিযানে বেলালের সহযোগী হিসেবে পলাতক রয়েছে মোঃ ইয়াকুব আলী (৩৬), পিতা-মোঃ আইয়ুব আলী, মাতা-ছেনোয়ারা বেগম, একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর