দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ: দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করেছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ

 

ধ্বংসস্তূপ থেকে দলকে ধীরে ধীরে টেনে তুলেছেন। জাকের আলীর সঙ্গে গড়েছেন জুটির রেকর্ড। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হলেন। কিন্তু এই অলরাউন্ডারের দারুণ নৈপুণ্যেই দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ। যদিও দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে লক্ষ্য দিতে পেরেছে স্বাগতিকরা।

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটির চতুর্থ দিন প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে গতকাল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানে দিন শেষ করে বাংলাদেশ। মিরাজ ৮৭ ও নাঈম হাসান ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।

আজ মাঠে নেমে অবশ্য ৪.৫ ওভার পর্যন্ত টিকতে পারে বাংলাদেশ। সেই ১৬ রানেই কাগিসো রাবাদার বলে এলবি হন নাঈম। উইয়ান ‍মুল্ডারের বলে ফেরেন তাইজুল ইসলাম। তবে মিরাজ সেঞ্চুরির খুব কাছে গিয়ে রাবাদার বলে আউট হন। ১৯১ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৯৭ করে স্লিপে ক্যাচ দেন তিনি।

প্রোটিয়া বোলারদের মধ্যে রাবাদা সর্বোচ্চ ৬টি উইকেট পান। আর কেশভ মাহারাজ ৩টি উইকেট দখল করেন।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যায়। জবাবে ৩০৮ রান করেছিল দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক


Related posts

শ্রম আইন লঙ্ঘনে মামলা: আদালতে ড. ইউনূস

Chatgarsangbad.net

প্রধানমন্ত্রীর মমতা দেখে অভিভূত বিমানের যাত্রীরা

Chatgarsangbad.net

চবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাইমুমের স্মরণসভা

Chatgarsangbad.net

Leave a Comment