বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে।
৪ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং দলের সব নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সঙ্গে থাকার জন্য।
আরও পড়ুন :
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব, ইনশাআল্লাহ।
বিএনপি মহাসচিবের ফেসবুক পেজে এই স্ট্যাটাস প্রকাশের পর বিএনপির তৃণমূল নেতা কর্মীরা আশা করছেন, বিএনপির দুর্দিনের কান্ডারি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সবচেয়ে বেশি মামলার আসামি পরীক্ষিত নেতা দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল কী বিএনপিতে প্রমোশন পাচ্ছেন?
২৩৭ টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।বিএনপির ত্যাগীদের মধ্যেও অনেকে ধানের শীষ পাননি। সবকিছু ছাপিয়ে গেছে দলের জন্য নিবেদিতপ্রাণ দুজন নেতা রুহুল কবির রিজভী ও হাবিব উন নবী খান সোহেলের মনোনয়ন না পাওয়ার ঘটনা। এতে তাদের সাধারণ সমর্থকরা খুব ক্ষুব্ধ হয়ে পড়েছে।
আরও পড়ুন :
চাটগাঁর সংবাদ/ চট্টগ্রাম প্রতিদিন/ চট্টগ্রামের খবর/সিটিজি নিউজ/বিএনপি