কক্সবাজারচট্টগ্রামটপ নিউজ

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার


নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ খানকার ডেইল এলাকায় নুর ফয়েজ (৩২) নামে এক যুবককে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বিজিবি। তিনি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খানকার পাড়ার বাসিন্দা সৈয়দ আলমের পুত্র।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নুর ফয়েজের বসতবাড়ি মাদক মজুত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১টি মোবাইল ফোন ও ১টি চাপাতিও উদ্ধার করা হয়।

ঘটনায় মাদক মামলা দায়ের করা হয়েছে, তাতে একই এলাকার মুসা আলমের পুত্র মোহাম্মদ শফিক (২৫)সহ অজ্ঞাতনামা আরও দু-একজনকে পলাতক আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসমিকে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

 


Related posts

কর্ণফুলীতে ৫শত শিক্ষার্থীর অংশ গ্রহনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা

Chatgarsangbad.net

ডেঙ্গু প্রতিরোধে দোহাজারী পৌরসভায় মশক নিধন, পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতামূলক র‌্যালি

Chatgarsangbad.net

উদ্বোধনের অপেক্ষায় দোহাজারী মডেল মাঠ!

Chatgarsangbad.net

Leave a Comment