আজ ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে পাহাড়ে জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার


চাটগাঁর সংবাদ ডেস্ক: ‎কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

‎‎শুক্রবার (২৪ অক্টোবর) ভোর রাতে অভিযানে চালিয়ে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া পিরিচভাঙাক পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

‎কোস্টগার্ড জানিয়েছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা নৌপথে মালয়েশিয়া পাচারের জন্য লোকজনকে বাহারছড়া পিরিচভাঙা পাহাড়ে এনে জিম্মি করেন এবং পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবিসহ তাদের ওপর শারীরিক নির্যাতন চালান। কোস্টগার্ড বিষয়টি জানতে পেরে পাহাড় থেকে অভিযান চালিয়ে ৪৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করে।

‎কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা জানান, মানব পাচারকারীদের আস্তানায় জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিকেলে জানানো হবে বলে জানিয়েছেন কোষ্ট গার্ড কর্মকর্তা।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর