আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৫


নিউজ ডেস্ক: টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মেজর সিনহা চত্বরের কাছে সড়ক দুর্ঘটনায় মো. পারভেজ মোশারফ (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। এতে আরো ৫ জন আহত হয়েছেন।

আজ রোববার (২৯ জুন) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. পারভেজ মোশারফ পেকুয়ার মগনামার বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইলিয়াস উদ্দিন জানান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। সাথে তার আরেকজন বন্ধু গুরুতর আহত হয়েছেন। সে চকরিয়ার ধোয়াখালীর বাসিন্দা এবং নাম সাঈদী।

এ ঘটনায় সিএনজি অটোরিকশাতে থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত এবং আহতরা কয়েক ঘন্টা ঘটনাস্থলে পড়ে ছিলো বলে জানান ইলিয়াস উদ্দিন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর