আজ ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে নার্সেস দিবস পালিত


সাদ্দাম হোসেন: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় এবং জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউটের বর্ণাঢ্য আয়োজনে ১২ই মে আন্তজার্তিক নার্সেস দিবস ২০২৫ উপলক্ষ্যে নার্সেস দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (১২ মে) দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও নাটিকার জেলা রেড ক্রিসেন্টের মাঠ প্রাঙ্গণে দিন ব্যাপী এ অনুষ্ঠানে আয়োজন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও প্রশাসক জেলা পরিষদ চট্টগ্রাম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার পাশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল আউয়াল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, এডভোকেট কামাল হোসেন চৌধুরী, আছিফ চৌধুরী, ড.মুহাম্মদ কামাল উদ্দিন, মো: রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, সুলতানুল আরেফিন , সোসাইটির উপ পরিচালক ও ইউনিট লেভেল অফিসার আলাউদ্দিন পাটোয়ারী, জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা: নাজ সোহানী সুলতানা, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্টে সোসাইটির চেয়ারম্যানের একান্ত সহকারী রিয়াজুর রহমান চৌধুরীসহ চিকিৎসক বৃন্দ,নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ ও যুব সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, মানবসেবার ব্রত নিয়ে নার্সদের কর্মক্ষেত্রে কাজ করতে হবে। কারণ নার্সরা হাসপাতালের রোগীদের সেবা প্রদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আক্তার।পরে নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর নিয়তি মহাজনকে ‘বেস্ট টিচার’ সম্মাননা স্মারক প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর