জেবিএবি সোনালী ব্যাংক পিএলসি’র বৃহত্তর চট্টগ্রাম কমিটি অনুমোদিত


নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি), সোনালী ব্যাংক পিএলসি’র বৃহত্তর চট্টগ্রাম (জিএমও চট্টগ্রাম-উত্তর ও জিএমও চট্টগ্রাম-দক্ষিণ) এর ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি (রায়হান-সাবিত) অনুমোদন হয়েছে।

গত ২০ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে অনুমোদিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সোনালী ব্যাংক পিএলসি আগ্রাবাদ কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল রায়হান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শাখার সিনিয়র অফিসার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাফায়াত হাসনাইন সাবিত।

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন চকরিয়া শাখা, কক্সবাজারের ম্যানেজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ গিয়াস উদ্দিন (এসপিও)। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাছির উদ্দিন চৌধুরী, ইকবাল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল মজিদ, মোঃ মহিনুল হোসেন, মোঃ নুর উদ্দিন জাহেদ, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ ও জামিল মাহমুদ।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন, ফোরকান উদ্দিন, মোহাম্মদ আশেক এলাহী, মোহাম্মদ ওয়ারেস সিদ্দিকি, মোঃ নেজাম উদ্দিন, হিল্লোল চৌধুরী, মোঃ ফখরুল ইসলাম, থোইলা হোলা চিং মারমা, সারোয়ার হোসেন, সোহেল উদ্দিন, আলামগীর মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জাহেদুল ইসলাম, মোহাম্মদ হেলাল উদ্দিন ও মোঃ ওমর আল-ফারুক।

উল্লেখ্য, জেবিএবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব সোহেল বাপ্পী ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের সুপারিশক্রমে কমিটি অনুমোদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলনেতা ও জেবিএবি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।

নবনির্বাচিত এ কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা নিয়ে কার্যক্রম শুরু করেছে।


Related posts

চট্টগ্রাম বাকলিয়ায় কিশোরী প্রজননস্বাস্থ্য বিষয়ক প্রচারাভিযান সম্পন্ন

Chatgarsangbad.net

প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনে উদ্যোগে চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান

Chatgarsangbad.net

পটিয়ায় প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯০তম আত্মাহুতি বার্ষিকী পালন

Chatgarsangbad.net

Leave a Comment