আরফাত হোসেন: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ২০২৫-এ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে মোট ২৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
এর মধ্যে গ্রেড এ+ পেয়েছে ১৪৩ জন, গ্রেড এ পেয়েছে ১২৫ জন, গ্রেড এ- পেয়েছে ২ জন এবং গ্রেড বি পেয়েছে ১ জন। এই অসামান্য সাফল্য অর্জনে গত ১৩ আগষ্ট (বুধবার) সকালে জামেয়া মাদ্রাসা মিলনায়তনে “দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ. মালেক। বিশেষ অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ ও সদস্য সচিব কাজী আব্দুল আলীম রেজভী। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী।