জামায়াত ক্ষমতায় গেলে জেলেদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে: শফিউল আলম


নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে পতেঙ্গার জেলেপল্লীর বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি মহাশ্মশান ঘাট,মডেল মন্দির, গঙ্গাঁস্থান ঘাটের উন্নয়ন ও এলাকার অলি গলির রাস্তা ঘাটের উন্নতি হবে।পাশাপাশি জেলেসম্প্রদায়ের বাসিন্দাদের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ বাংলাদেশ জামায়াত ইসলাম।

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১টায় নগরীর উত্তর পতেঙ্গা জেলেপাড়ায় সুরেশ দাসের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াত ইসলামের ৪০ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মো.বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় উঠান বৈঠকের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,চট্টগ্রাম -১১ আসনের প্রতিটি ওয়ার্ডে মানুষের নাগরিক দুর্ভোগ লাঘবের পাশাপাশি মৌলিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে বাংলাদেশ জামায়াত ইসলাম। সমাজ থেকে দূর্নীতি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসবাদ নির্মুলসহ বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সনাতন ধর্মাবলম্বী কাছে তিনি আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান। এসময় উপস্থিত ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ডের নায়েবে আমির আব্দুল মোতালেব।

এতে আরও উপস্থিত ছিলেন, মুসলিমাবাদ পশ্চিম, যুব পশ্চিম, মোহাম্মদ পাড়া ও জিলানী নগরের ইউনিটের সদস্য (রোকন) ও কর্মী । আলোচনা সভা শেষে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণের পর জেলেপাড়া মোড় থেকে মুসলিমাবাদ মোড় পর্যন্ত গণসংযোগ করা হয়।


Related posts

চট্টগ্রামে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ পেলেন ৪৯৮ নারী

Chatgarsangbad.net

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন ‘বিতর্কিত’ সেলিম আফজল, তদন্তের নির্দেশ

Chatgarsangbad.net

দোহাজারী পৌরসভায় জনদুর্ভোগ লাঘবে সচেষ্ট রয়েছি: নাছরীন আক্তার

Chatgarsangbad.net

Leave a Comment