সাঈদুর রহমান চৌধুরী: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে নতুন শিক্ষাক্রম ও লেখাপড়ার মানোন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(২রা জুন) সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে এই বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধাব অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিউল হক চৌধুরী সেলিম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য তসলিম উদ্দীন।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মৌলানা আয়ুব আলী। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল মজিদ, আহমুদুর রহমান, ইস্পাত। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক শহীদুল কবির শাহীন।