সাঈদুর রহমান চৌধুরী
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম । এতে চন্দনাইশ উপজেলা বিএনপি’র সদস্য ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট মোহাম্মদ শফিউল হক চৌধুরীকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে ।গত সোমবার(৭ এপ্রিল) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয় ।
এছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক আব্দুর রহিমকে সদস্য সচিব,মোহাম্মদ ইলিয়াসকে শিক্ষক সদস্য,মোহাম্মদ তসলিম উদ্দিনকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয় ।
উল্লেখ্য, এডভোকেট মোহাম্মদ শফিউল হক চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ( ২০১৮-২০১৯) অর্থ সম্পাদক ছিলেন। এছাড়া বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের যুগ্ন সম্পাদক ও চন্দনাইশ উপজেলা লিগ্যাল এইড কমিটির আহ্ববায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply