জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন। তাকে বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছায়।

এর আগে এই ফ্লাইট মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ভোরে ফ্লাইটটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে। সেখানে দেশটির শ্রমমন্ত্রী ক্রিস সান স্বাগত জানান অধ্যাপক ইউনূসকে। এরপর আবার টোকিওর উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা।

জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এই সফরে জাপানে বাংলাদেশের আরও বেশি জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা হবে বলে জানিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশের লক্ষ্য এক লাখ নাগরিককে দেশটিতে পাঠানো।

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রধান উপদেষ্টা সেমিনার করবেন বলে জানান প্রেস সচিব।

সরকার জাপানি বিনিয়োগকারীদের জন্য কী কী সুবিধা দেওয়া হবে, তা নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। সেমিনারে তিনশর বেশি জাপানি বিনিয়োগকারী থাকবেন বলেও জানান তিনি।


Related posts

আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবে: নাহিদ ইসলাম

Mohammad Mustafa Kamal Nejami

জনসচেতনতা বাড়াতে মাইকিংয়ের কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন

Chatgarsangbad.net

রাউজানে ৫ বসতঘর আগুনে পুড়ে ছাই

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment