চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রামবাছাইকৃত খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে পটিয়ায় বিএনপি’র প্রস্তুতি সভা


বিশেষ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১৫ নভেম্বর বিকেলে পটিয়ায় বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের লক্ষ্যে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর (বুধবার) বিকেলে এ সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রেজাউল করিম নেছার চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিটু, জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার, এসএম সুমন, মফজল আহমদ চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, আব্দুল জলিল চৌধুরী, আব্দুল মোনাফ, জিল্লুর রহমান, জসিম উদ্দিন মাস্টার, হারুনুর রশিদ, জায়দুল হক, আবু জাফর চৌধুরী, জাগির মেম্বার, নুরুল আমিন মধু, আমিনুর রহমান, ইদ্রিস পানু, ফরিদুল আলম, রবিউল হোসেন বাদশা, জমির উদ্দিন মানিক, সাইফুল ইসলাম খোকন, গাজী মনির, জেলা ছাত্রদল সভাপতি রবিউল হোসেন রবি, মিসকাত আহমদ, মুনসুর আমিরী এবং ইঞ্জিনিয়ার আবির প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর হলো জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন দেশপ্রেমিক সৈনিক ও জনগণ জাতীয় স্বার্থ রক্ষায় এক হয়েছিল। বিএনপি নেতৃবৃন্দ ঘোষণা দেন, পটিয়ায় সফলভাবে ১৫ নভেম্বর শনিবারে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামে নতুন গণজোয়ার সৃষ্টি করা হবে।


Related posts

চন্দনাইশে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Chatgarsangbad.net

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং উপ কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চন্দনাইশে জামেয়া তাহেরিয়া আনওয়ারুল উলূম মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপন

Chatgarsangbad.net

Leave a Comment