আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌফলদণ্ডীতে জামায়াত নেতা আমজাদ হত্যার মূলহোতা গ্রেফতার


শেফাইল উদ্দিন: কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে চাঞ্চল্যকর জামায়াত নেতা হাফেজ আমজাদ হোসাইন হত্যা মামলার মূল আসামী সৈয়দ নুর (৫৫) কে সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে ইউনিয়নের নতুন মহাল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী একই এলাকার মফজল আহমদের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইলিয়াছ খাঁনের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে, ঘটনার দিন রাতে স্থানীয়রা মামলার ১৪ নং আসামী স্থানীয় ইউপি সদস্য এহছানুল হক (৫০)-কেও আটক করে পুলিশে হস্তান্তর করেছিল।

অফিসার ইনচার্জ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “আমাদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলমান।

স্থানীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনজুর আলমও এই গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ছৈয়দ নুরই দীর্ঘদিন ধরে এ এলাকার যাবতীয় অপরাধ নিয়ন্ত্রণ করতেন। তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী রায়েফ আনান রাফি এই হত্যাকাণ্ডের প্রধান আসামী।

উল্লেখ্য, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:৩০ টার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল বাজার এলাকায় রায়েফ আনান রাফি, আবছার কামাল (৩৬) ও মোঃ মোফাচ্ছল (৪৫) নেতৃত্বে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে খুন করে হাফেজ আমজাদ হোসাইনকে। পরে নিহতের ভাই এরফানুল হক হত্যা মামলার অভিযোগ দায়ের করেন।

পুলিশের কার্যকর অভিযান ও গ্রেফতারে এ এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যমান অপরাধ নিয়ন্ত্রণের চক্রে বড় ধাক্কা লেগেছে । এলাকাবাসী অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর