চুনতী ১৯দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) এর ট্টগ্রাম শহরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


১২ আগস্ট চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাহফিল এর সর্ববৃহৎ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপস্থিত বক্তারা বলেন শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রাহঃ) প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল ১৯৭২ইং হতে প্রতি বছর ১১ রবিউল আউয়াল থেকে ২৯ রবিউল আউয়াল ধারাবাহিক আয়োজন নিয়ে মহান আল্লাহর রহমত এবং শাহ সাহেব কেবলার কারামত হিসেবে কোরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করেন।

মাহফিল এর প্রচার ও প্রসারে নানান মত ও পথের অনুসারী অন্যান্য অঞ্চলের মানুষদের সাথে পরিচিতি এবং প্রতি বছর বিপুল পরিমাণ অনুদান সংগ্রহের নিমিত্তে চট্টগ্রাম শহরের বিভিন্ন মার্কেট ও বণিক সমিতির সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান। চুনতির বয়সভিত্তিক ক্লাব গুলোর অসামান্য সহযোগিতায় চট্টগ্রাম শহরের প্রস্তুতি সভা ক্রমশ ব্যাপক আকার ধারণ করেছে। এএইচএম শাকিল এর সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও মাবরুর হোসাইন ছিদ্দিকী এর সুরলহরী হামদ পরিবেশন শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত।

এই মহতী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক মু. ইবনে দিনার নাজাত, সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী,চুনতি আনজুমান ই ইখওয়ান ত্বরিকত এর খলিফা মুযায এবং শাহী জামে মসজিদ খতিব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি ও সাহিত্যের প্রফেসর ডঃ আকম আব্দুল কাদের,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ প্রফেসর ড. এনামুল হক, ড.এনামুল হক মোজ্জাদেদি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন নোমান, অর্থোপেডিক সার্জন ডাঃ মাহমুদুর রহমান, মোতোয়াল্লী কমিটির যুগ্ম সম্পাদক ইসমাঈল মানিক, তোলাবায়ে সাবেকিন সাধারণ সম্পাদক অলিউদ্দিন মোহাম্মদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও মোতোয়াল্লী সদস্য আবদুল বাসেত দুলাল, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসাইন, মোতোয়াল্লী কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিনহাজ,এই প্রস্তুতি সভার সমন্বয়ক কাজী আরিফ,মাওলানা সফওয়ান আজহারী,বড় হাতিয়া ইউনিয়ান এর সাবেক চেয়ারম্যান এম.ডি জুনায়েদ প্রমুখ।

আবু দাউদ মুহাম্মদ শাহ শরীফ এর দরাজ গলায় মিলাদ ও কিয়ামের পর মুনাজাত পরিচালনা করেন মাওলানা জাফর সাদেক নিয়াজি। উল্লেখ্য ৫৫তম সীরতুন্নবী (সঃ) মাহফিল আগামী ৪ সেপ্টেম্বর উদ্বোধন হয়ে ২২সেপ্টেম্বর দিবাগত রাত আখেরি মোনাজাত এর মাধ্যমে সমাপ্তি হবে ইনশাআল্লাহ।

চা-সংবাদ২৪.কম/এস.টি


Related posts

চন্দনাইশে সূর্যের হাসি ক্লিনিকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

Mohammad Mustafa Kamal Nejami

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ২ ফেব্রুয়ারি শুরু

Chatgarsangbad.net

প্রধানমন্ত্রীর জনসভা সফল করায় ধন্যবাদ জানাল আব্দুল কৈয়ুম চৌধুরী

Chatgarsangbad.net

Leave a Comment