আজ ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটগাঁর সংবাদ পত্রিকার ১৩ তম বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রামের বহুল প্রচারিত সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার ১৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ পত্রিকা কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। এতে সঞ্চালনা করেন পত্রিকার পরিচালনা সম্পাদক মোহাম্মদ গোলাম নবী।

সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে আগামী ০৫/১২/২০২৫ তারিখে পত্রিকার ১৩ তম বর্ষপূর্তি উদযাপনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। এবং উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে বর্ণিল র‌্যালি, কেককাটা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন- মোহাম্মদ মোস্তফা কামাল নিজামী, মো. এমরান আহমদ, সোহেল তাজ, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ আল মারুফ, মো. সাঈদ চৌধুরী, আব্দুল কাদের, আহসান উদ্দীন পারভেজ, মোহাম্মদ ইলিয়াস ইমরুল প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর