চাটগাঁর সংবাদ পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি শংকর কান্তি দাশ আর নেই


সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের বহুল প্রচারিত সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি সাংবাদিক শংকর কান্তি দাশ মারা গেছেন।

আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন এবং ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৮।

শংকর কান্তি দাশের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। পেশাগত জীবনে তিনি দীর্ঘ সময় ধরে চাটগাঁর সংবাদ পত্রিকায় সাতকানিয়া প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তার কর্মনিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় তিনি স্থানীয় সাংবাদিক মহলে একজন সুপরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন।

তার মৃত্যুর খবরে সাতকানিয়াসহ চট্টগ্রামের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। চাটগাঁর সংবাদ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।


Related posts

দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিবে

Chatgarsangbad.net

এপেক্স ক্লাব অব বার আউলিয়া’র সেলাই মেশিন বিতরণ

Mohammad Mustafa Kamal Nejami

দোহাজারীতে প্রবল বর্ষণে ভেঙে গেল বিধবা রেজিয়ার বসতঘর 

Chatgarsangbad.net

Leave a Comment