
চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পত্রিকা ‘চাটগাঁর সংবাদ’ ৪ নভেম্বর ২০২৫ খ্রী. ১৩ বছর পূর্ণ করে ১৪ বছরে পদার্পন করেছে। প্রচার ও প্রকাশের দিকে সরকারি হিসেবে ইতিমধ্যে ঢাকা জেলার বাইরে থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাগুলোর মধ্যে ১ম স্থান অধিকার করেছে। পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সরকারিভাবে নিবন্ধিত এবং মাল্টিমিডিয়া নিউজের ক্ষেত্রেও সমসাময়িক সংবাদ প্রচার করে সুনাম অর্জন করেছে।
আগামী ৫ ডিসেম্বর, ২০২৫ শুক্রবার বিকেল ৩ টায় ১৩ তম বর্ষপূর্তি উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট (গ্যালারি হল), কে সি দে রোড, কেন্দ্রীয় শহিদ মিনার, চট্টগ্রাম এ সুধী সমাবেশ ও খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এতে বিভিন্ন শ্রেণী পেশার দেশ বরেণ্য নেতৃবৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
-বার্তা সম্পাদক
