সাদ্দাম হোসেন: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এর সাথে নবগঠিত চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট কমিটির গঠিত হওয়ার পর কমিটির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি মোঃ আব্দুল আউয়াল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোঃ রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও সুলতানুল আরেফিন।
আজ শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত শেষে দিকনির্দেশনা মূলক কিছু কথা বলেন তিনি,ভূমিকম্প, বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাদের এ নিরলস প্রচেষ্টা সমাজে আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে রেড ক্রিসেন্টকে। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যেভাবে কাজ করে, তা সত্যিই অনুকরণীয়।
মানবতার সেবায় এই সংগঠনের ভূমিকা অতুলনীয়। স্বেচ্ছাসেবীদের কার্যক্রমের প্রশংসা করেন তিনি। ভবিষ্যতে ভূমিকম্প, বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে স্বেচ্ছাসেবীদের মানবিক বিশ্ব গঠনে আরো বেশি কাজ করার আহবান জানান তিনি।
Leave a Reply