আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চসিকের উচ্ছেদ অভিযান: নিউ মার্কেট এলাকায় ১২টি মামলা, ১৭ হাজার টাকা জরিমানা


  1. চট্টগ্রাম নগরীর স্টেশন রোড, নিউ মার্কেট মোড় ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে ট্রেড লাইসেন্স না থাকা দোকানিদের তাৎক্ষণিকভাবে জরিমানাও করা হয়।
বৃহস্পতিবারের এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। একইদিন বিকালে চকবাজার এলাকায় ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করতে অভিযান পরিচালিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
তিনি জানান, “মেয়র ডা. শাহাদাত হোসেন মহোদয়ের নির্দেশনায় ফুটপাত দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আজকের অভিযানে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুসারে ১২টি মামলায় ১২ জন দোকানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদের অবশ্যই তা সংগ্রহ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া হকারদের দুপুর ৩টার আগে ব্যবসা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। হকাররা চাইলে চাকাযুক্ত ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ব্যবসা চালাতে পারবেন, তবে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।”
চসিক সূত্রে জানা যায়, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর