চবিতে সংঘর্ষ: চমেক হাসপাতালে চিকিৎসা নিলেন ৭৭ শিক্ষার্থী


নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ৭৭ শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে। এদের মধ্যে নাঈম রহমান নামে এক শিক্ষার্থীকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে এ তথ্য জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি সাংবাদিকদের জানান, সংঘর্ষে ঘটনায় চমেক হাসপাতালে রোববার ৭৭ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষ ছেড়ে দেওয়া হলেও, গুরুতর আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তবে নাঈম রহমান নামে এক শিক্ষার্থীকে আইসিইউতে রাখা হয়েছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, নাঈম রহমান বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্ট্যাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে প্রায় অর্ধশতাধিক আহত শিক্ষার্থীকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। সোমবার রাত ১২টা পর্যন্ত তা বলবৎ থাকবে বলা জানানো হয়। ১৪৪ জারির পর বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।


Related posts

উখিয়ায় কলেজ শিক্ষক খুন! জড়িত এক ঘাতক গ্রেফতার

Chatgarsangbad.net

আজ বিশ্ব মানবাধিকার দিবস

Chatgarsangbad.net

ফটিকছড়ি জাফতনগরের হযরত আবিদ শাহ (রহঃ)’র আস্তানা শরীফের ওরশ অনুষ্ঠিত

Md Maruf

Leave a Comment