প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১০:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১:০২ পূর্বাহ্ণ
চন্দনাইশ হাশিমপুরে গাউসিয়া শরীফ পরিচালনা কমিটির ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর খুনিয়া পাড়ায় মাসিক খতমে গাউসিয়া শরীফ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে খতমে গাউসিয়া শরীফ ও পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বাদে মাগরিব হতে খুনিয়াপাড়া হযরত আফজল সিকদার (রহ:) জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
অত্র মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন, কেশুয়া ছোট পাড়া আলহাজ্ব ছাবের মাষ্টার জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দীন আরেফীন কাদেরী, উদ্বোধক ছিলেন, জান মোহাম্মদপাড়া জামে মসজিদ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ সোহেল কাদেরী।
আলোচনায় অংশ নেন, মো. আবদুল কাশেম চৌধুরী, আবদুল হাফেজ সওদাগর, মাওলানা আনোয়ার হোসেন, আহমদ উল্লাহ ছোটন, মো. মহিউদ্দিন, মো. শাহাদাত হোসেন চৌধুরী, ব্যাংকার মো. রাশেদ, মো. শহিদ, আবদুল গফুর, হারুনুর রশিদ, মো. সাজ্জাদ, মো. রাকিব, মো. দিদার, মো. নাছির প্রমুখ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দীন আরেফীন কাদেরী।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.