চন্দনাইশ সমিতি- ঢাকার নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশ সমিতি -ঢাকার ২০২৫-২০২৭ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ, ট্রাস্টি বোর্ড এবং উপদেষ্টা পরিষদের অভিষেক অনুষ্ঠান ১৫ আগস্ট শুক্রবার রাজধানীর গুলশানস্থ দি ক্যাফে রিও-তে অত্যন্ত মনোরম ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।দু’পর্বের এ অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আবু তাহের রাজু সিআইপি।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত এবং এ পর্যন্ত সমিতির যাঁরা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম। এরপর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।

দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীন। সভায় ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদ গঠন অনুমোদন করা হয়। এরপর বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। ২০২৫-২৭ মেয়াদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উত্থাপন ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

উপস্থিত ছিলেন সর্বজনাব আবু তাহের রাজু সিআইপি, ডক্টর রীতা সেন, সুর্নিমল চৌধুরী এফসিএ, মোহাম্মদ আবুল ফয়েজ ডিআইজি, সাবেক ডিএজি এ্যাডভোকেট এম মাসুদ আলম চৌধুরী, মোহাম্মদ আবদুল জব্বার, মাহবুব আলম, আমির দাউদ, ফরিদ উদ্দিন কাউসার খান, সোহেল রানা, মোহাম্মদ ইয়াছিন, শাহানা হক সিদ্দিকা, কাজী হোসনে আরা বেগম, মোহাম্মদ মুসা, মোহাম্মদ রহিম উদ্দীন, মো. জসিম উদ্দিন সিকদার, জিয়া উদ্দিন, আবদুল্লাহ আল মাসুম, ইন্জিনিয়ার মাঈনুল হোসেন, বোরহান উদ্দিন, ইন্জিনিয়ার জয়নাল আবেদীন, মোহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী, শাহরিয়ার আল ইব্রাহিম লিটন, মোহাম্মদ আবদুল আলীম, মোহাম্মদ আবদুল কুদ্দুস, সেলিম আল দ্বীন, মোহাম্মদ আলী, মোহাম্মদ জাহেদ চৌধুরী, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, ইকবাল শরীফ হেলাল ও নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দর হায়াত বাহাদুর।


Related posts

চন্দনাইশের বরকলে ওডেব’র নারী দিবস পালন

Chatgarsangbad.net

লাইফ স্টাইল এন্ড ফ্যাশন ম্যাগাজিন ‘গ্রিন লিফ’ এর মোড়ক উন্মোচন ও গুনিজন সম্মাননা অনুষ্ঠান

Chatgarsangbad.net

পটিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment